• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

এশিয়া কাপ হকি: ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ

প্রকাশিত: ২১ মে ২০২২  

এশিয়া কাপ হকি শুরু হচ্ছে ২৩ মে থেকে। এর আগে, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার ইন্দোনেশিয়ার জাকার্তায় স্থানীয় সময় বিকেল ৫টায় ম্যাচটি শুরু হবে।

এশিয়ার সবচেয়ে বড় এই হকি টুর্নামেন্টে নামার আগে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। প্রথম প্রস্তুতি ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির দল।

এশিয়া কাপ হকিতে বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে। গ্রুপের অন্য দলগুলো হচ্ছে- মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও ওমান। 'এ' গ্রুপের দলগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, জাপান ও ইন্দোনেশিয়া।

বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২৩ মে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ ২৪ মে ওমানের বিপক্ষে এবং গ্রুপের শেষ ম্যাচ ২৬ মে মালয়েশিয়ার বিপক্ষে।

ইন্দোনেশিয়া যাওয়ার আগে এশিয়ান গেমস হকির বাছাইয়ে ব্যাংককে অংশ নিয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টে ফাইনালে বাংলাদেশ ৬-২ গোলে ওমানের কাছে হেরেছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –