• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বিশ্বকাপ জয়ের অনুভূতি প্রকাশে যা বললেন মেসি

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২  

ফ্রান্সকে হারিয়ে কাতার বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ৩৬ বছরে এসে অবশেষে বিশ্বকাপ জয়ের স্বপ্ন সত্যি হলো মেসির। যেন পূরণ হলো অধরা স্বপ্ন। গোটা প্রতিযোগিতায় অসাধারণ ফুটবল খেলে মাতিয়ে দেওয়া মেসির ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে এর থেকে বেশি আর কী চাইতে পারেন তিনি।

বিশ্বকাপের শিরোপা জিতে হাসিমুখেই মাঠ ছাড়লেন ফুটবলের জাদুকর মেসি। সেই সঙ্গে জানিয়ে দিলেন, বিশ্বকাপ জিতবেন এটি জানতেন। ঈশ্বরও চাইছিলেন যাতে তিনিই বিশ্বকাপ জিতেন।

মেসি বলেন, অবিশ্বাস্য লাগছে, যা হয়েছে সেটি বিশ্বাসই করতে পারছি না। বিশ্বকাপ জেতার থেকে আনন্দের মুহূর্ত আর কিছুতে নেই। আমার হাতের ট্রফিটা দেখুন। কী সুন্দর লাগছে। বিশ্বকাপ জেতার জন্য মরিয়া হয়েছিলাম। ঈশ্বর হয়তো আমার হাতেই বিশ্বকাপটা দেখতে চাইছিলেন। মনেও হচ্ছিল যে আমাদের হাতেই কাপটা উঠবে। আগে অনেক কষ্ট সইতে হয়েছে আমাদের। সব কষ্টের শেষ হলো আজ।

বিশ্বকাপ জেতাই তার যে স্বপ্ন ছিল, এটি নির্দ্বিধায় বলে দিয়েছেন মেসি। তার কথায়— যে কোনো ফুটবলারের কাছে দেশের হয়ে বিশ্বকাপ জেতাই একমাত্র স্বপ্ন থাকে, যা কিছু আজ পর্যন্ত অর্জন করেছি, তার জন্য আমি ভাগ্যবান। একমাত্র বিশ্বকাপটাই আমার ঘরে ছিল না। সেটিও এসে গেল।

এ সময় গোটা দেশের মানুষকে এই ট্রফি উৎসর্গ করেছেন মেসি।

আমি আর অপেক্ষা করতে পারছি না, আর্জেন্টাইনরা এটার জন্য কতটা উন্মাদ হয়ে আছে। অবশ্যই বিশ্বকাপ জিতেই আমার ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলাম, এ ছাড়া আমি আর কিছুই চাইনি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ তিনি আমাকে সব কিছু দিয়েছেন। একদম শেষ মুহূর্তে এসে এটা আমার কাছে ধরা দিল। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার হয়ে আরো কয়েকটি ম্যাচ উপভোগ করতে চাই।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –