• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বিশ্বকাপ-২০২২:মেসিকে ব্রাজিলে আমন্ত্রণ, দেওয়া হবে বিশেষ সম্মান

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২  

বিশ্বকাপ-২০২২:মেসিকে ব্রাজিলে আমন্ত্রণ, দেওয়া হবে বিশেষ সম্মান         
৩৬ বছরের খরা ঘুচিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর নায়ক লিওনেল মেসিকে আমন্ত্রণ জানিয়েছে তাদের চির প্রতিদ্বন্দী ব্রাজিল। জানা গেল, তাদের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামের ‘হল অফ ফেমে’মেসির নাম যুক্ত করা হবে। যে কারণে তার পায়ের ছাপ লাগবে ।  

মারাকানা স্টেডিয়ামের পরিচালনাকারী রিও ডি জেনেইরোর প্রাদেশিক ক্রীড়া সুপারিনটেনডেন্টস মেসিকে এ আমন্ত্রণ জানিয়েছেন। 

সভাপতি আদ্রিয়ানো সান্তোস এরইমধ্যে মেসির কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। আমন্ত্রণপত্রে লেখা হয়, ‘মেসি এরই মধ্যে মাঠ ও মাঠের বাইরে তাঁর গুরুত্ব দেখিয়েছেন। তিনি এমন খেলোয়াড়, যিনি ফুটবলের বহু বছরের ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে। তাকে মারাকানায় শ্রদ্ধা জানানোর চেয়ে উপযুক্ত কিছুই আর হতে পারে না। ’

মেসি যদি ব্রাজিলের আমন্ত্রণে সাড়া দিয়ে ব্রাজিলে যান, তাহলে বিরাট সম্মানে ভূষিত হবেন তিনি। ফুটবলের কিংবদন্তিদের সঙ্গেই তার পায়ের ছাপও থাকবে মারাকানায়। 

এরইমধ্যে ব্রাজিলের পেলে, গ্যারিঞ্চা, রিভেলিনো, রোনালদো নাজারিওর পাশাপাশি চিলির এলিয়াস ফিগুয়েরোয়া, সার্বিয়ার ডিজান পেটকোভিচ, পর্তুগালের ইউসেবিও, উরুগুয়ের সেবাস্তিয়ান আবরিউ ও জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের পায়ের ছাপ রয়েছে সেখানে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –