• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ফুটবলে হাসি, কান্না, ইতিহাস, প্রাপ্তি আর পূর্ণতার বছর ২০২২

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২  

ফুটবলে হাসি, কান্না, ইতিহাস, প্রাপ্তি আর পূর্ণতার বছর ২০২২                        
বিশ্ব ক্রীড়াঙ্গনে ২০২২ সালের পুরো বছর জুড়ে ছিলো খেলাধুলার বহর। বৈশ্বিক সব আসর সহ নানা রকম আয়োজন ছিল ক্রীড়াঙ্গনে। চলতি বছর প্রায় শেষের দিকে। আরেকটি বছর বিদায়ের পথে। তার আগে একবার চোখ বুলানো যাক চলতি বছরের গল্পজুড়ে থাকা বিশ্ব ফুটবলের আলোচিত সব ঘটনাগুলোর দিকে।

আফ্রিকান নেশন্স কাপে সেনেগালের ইতিহাস
চলতি বছরে চমকের শুরুটা করেছিল আফ্রিকান দল সেনেগাল। আফ্রিকান নেশন্স কাপে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে তারা। মিশরকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রথমবারের সেনেগাল জিতে নেয় আফ্রিকান নেশন্স কাপের শিরোপা। গোলশূন্য ড্রতে ম্যাচ শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারের। যেখানে মোহাম্মদ সালাহর মিশরকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সেনেগাল।

ক্যামেরুনে স্টেডিয়াম ট্র্যাজেডি
চলতি বছর ফুটবলে আনন্দের মাঝে বিষাদময় ঘটনাও ঘটেছে। আফ্রিকান কাপ অফ নেশনস (আফকন) প্রতিযোগিতায় ক্যামেরুনে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে আটজন দর্শক নিহত হন। ক্যামেরুন ও কমোরোসের মধ্যকার ম্যাচের আগে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ক্যামেরুনের ওলেম্বে স্টেডিয়ামের ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শক প্রবেশকালে এই পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

দেড় যুগ পর রিয়াল বেটিসের ইতিহাস
স্প্যানিশ লিগের দল রিয়াল বেটিসের ইতিহাস খুব একটা ভালো নয়। তবে ২০২১-২২ মৌসুমে ইতিহাস গড়েছে দলটি। কোপা দেল রের ফাইনালে ভ্যালেন্সিয়াকে হারিয়ে ১৭ বছর পর শিরোপা জেতে তারা। টাইব্রেকারে ভ্যালেন্সিয়া ৫-৪ ব্যবধানে হার মানে বেটিসের কাছে। এর আগে প্রথম ১৯৭৭ ও পরে ২০০৫ সালে সর্বশেষ কোপা দেল রে জিতেছিল বেটিস।

কোপা ইতালিয়া জিতে মিলানের ইতিহাস
ইতালিয়ান ফুটবলের ইতিহাসে ইন্টার মিলান বেশ প্রসিদ্ধ ক্লাব। তবে সবশেষ কয়েক বছর ধরে তাদের সময়টা মোটেই ভালো যাচ্ছিলো না। সেই ধারা তারা ভাঙ্গে চলতি বছর। টানা ১১ বছর পর কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মিলান। ফাইনালে জুভেন্টাসকে হারায় তারা। তাতে ৫৭ বছর পর তুরিনের বুড়িদের ওপর প্রতিশোধটাও নিয়ে নেয় মিলানের ক্লাবটি। 

১৯৫৭ সালের পর সর্বশেষ ১৯৬৫ কোপা ফাইনালে জুভেন্টাসের সাথে ফাইনালে মুখোমুখি হয়ে হেরেছিল ইন্টার। এ নিয়ে নিজেদের ১৪তম ফাইনালে জুভেন্টাসকে হারিয়ে অষ্টমবারের মতো শিরোপা জেতে ইন্টার। সর্বোচ্চ ২০ বার ফাইনালে খেলে এই হারে ১৫তম শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় চলতি মৌসুমে শিরোপা বঞ্চিত জুভেন্টাসের।

বাংলার মেয়েদের দক্ষিণ এশিয়া জয়
দক্ষিণ এশিয়ান ফুটবলের অন্যতম জনপ্রিয় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। এই আসরে ২০২২ সালের আগে বাংলাদেশ নারী দলের কোনো সাফল্য ছিলো না। সেই আক্ষেপটাই ঘুচলো ২০২২ সালে এসে। স্বাগতিক নেপাল নারী দলকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় সাবিনা খাতুনের দল।

এর আগে ২০১৬ সালে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে সেবার ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের। ছয় বছর পর সেই দুঃস্বপ্নের ক্ষতে প্রলেপ দিলো বাংলাদশের মেয়েরা। 

১৬ বছর পর লিভারপুলের ইতিহাস
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের ইতিহাস বেশ পুরনো। গেল মৌসুমে এফএ কাপে চেলসিকে টাইব্রেকারে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর শিরোপার স্বাদ পায় তারা। এর আগে সবশেষ ২০০৫-০৬ মৌসুমে এফএ কাপ জিতেছিল লিভারপুল। ১৬ বছর পর ফের এ আসরে চ্যাম্পিয়ন হলো অলরেডরা। 

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের ইতিহাস
রিয়াল মাদ্রিদের জন্য লা লিগায় ২০২১-২২ মৌসুমটা ছিলো সাফল্যে মোড়ানো। সেই ধারাটা চ্যাম্পিয়ন্স লিগেও ধরে রাখে তারা। লিভারপুলকে ১-০ ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ।

এর আগে ২০০২, ২০১৪, ২০১৬, ২০১৭ সালে এই শিরোপা ঘরে তুলেছিল রিয়াল মাদ্রিদ। এ নিয়ে এসি মিলানের সঙ্গে যৌথভাবে রেকর্ড পঞ্চমবারের মতো এ শিরোপা জেতে লস ব্লাংকোসরা। ২০২২ সালে এটি ছিলো রিয়াল মাদ্রিদের চতুর্থ ট্রফি।

রোনালদো-ম্যান ইউনাইটেড এলাহি কাণ্ড
চলতি বছরে উল্লেখযোগ্য ঘটনার মধ্যে অন্যতম পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিচ্ছেদ। নানান ঝামেলায় বিশ্বকাপ ফুটবল চলাকালেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায় রোনালদোর। ক্লাবের কোচ এরিক টেন হাগকে নিয়ে প্রকাশ্য কথা বলায় চুক্তির মাঝপথে এমন সিদ্ধান্ত নেয় রেড ডেভিলরা।

আর্জেন্টিনার ৩৬ বছরের দুঃখমোচন
চলতি বছর ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত ঘটনা ছিলো আর্জেন্টিনার ৩৬ বছরের দুঃখমোচন। সবশেষ ৩৬ বছর আগে বিশ্বকাপে কোন শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপর বারবার ব্যর্থতা আর হতাশায় কেটেছে পরের বিশ্বকাপের সবগুলো আসর। অবশেষে কাতারে অবসান হয় অপেক্ষার। টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –