• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বাংলাদেশ-ভারত সিরিজে বোলারদের মাঝে মিরাজই সেরা

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২  

বাংলাদেশ-ভারত সিরিজে বোলারদের মাঝে মিরাজই সেরা                      
ভারতের বিপক্ষে আজ শেষ হওয়া টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজ। ২ ম্যাচের ৪ ইনিংসে ১১ উইকেট নিয়েছেন তিনি। অবশ্য এর আগে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়েও বাংলাদেশ দলের নায়ক ছিলেন মিরাজ। 

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে ৫ উইকেট নেন মিরাজ। ঢাকা টেস্টের নেন ৬ উইকেট। এর মধ্যে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৩ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন এই অফস্পিনার। কিন্তু শেষমেষ জয়ের স্বাদ নিতে পারেনি বাংলাদেশ। 

মিরাজের পর সিরিজে ৮টি করে উইকেট নিয়েছেন দু’দলের তিন স্পিনার কুলদীপ যাদব-অক্ষর প্যাটেল ও তাইজুল ইসলাম। এর মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম টেস্টেই ৮ উইকেট নেন ভারতের কুলদীপ। সিরিজের দুই টেস্টই খেলেছেন ভারতের প্যাটেল ও বাংলাদেশের তাইজুল।   

বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের শীর্ষ পাঁচ বোলার:

বোলার    ম্যাচ    ইনিংস    ওভার    রান     উইকেট
মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ)    ২    ৪    ৮১.৫    ৩১৮    ১১
কুলদীপ যাদব (ভারত)    ১    ২    ৩৬.০    ১১৩    ৮
অক্ষর প্যাটেল (ভারত)    ২    ৪    ৭২.৩    ১৮৭    ৮
তাইজুল ইসলাম (বাংলাদেশ)     ২    ৪    ১০৫.৪    ২৯২    ৮
উমেশ যাদব (ভারত)    ২    ৪    ৪৭.০    ১১৭    ৭

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –