• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

সৌদির ক্লাব আল নাসেরে যোগ দিলেন রোনালদো                         

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২২  

সৌদির ক্লাব আল নাসেরে যোগ দিলেন রোনালদো                           
গুঞ্জনটা আগেই শোনা গিয়েছিলো, অপেক্ষাটা ছিলো কেবল বাস্তবায়নের। অবশেষে সেটাও হয়ে গেলো। ইউরোপিয়ান ফুটবল ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এশিয়ার ক্লাবটির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন পর্তুগিজ তারকা।

চুক্তিবদ্ধ হলেও এখন পর্যন্ত রোনালদোরে বেতনের পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, প্রতিবছর সাড়ে ৭ কোটি ডলার বেতন পেতে পারেন রোনালদো। যা সত্যি হলে ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার হবেন তিনি।

আল নাসরে যোগ দেওয়া প্রসঙ্গে একটি বিবৃতিতে দিয়েছেন রোনালদো। তিনি বলেন, ‘একটি ভিন্ন দেশে নতুন ফুটবল লিগের অভিজ্ঞতা নিতে আমি রোমাঞ্চিত বোধ করছি। সৌদি আরবের ফুটবলের উন্নয়নে আল নাসরের যে লক্ষ্য, সেটা খুবই অনুপ্রেরণাদায়ক।’

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল সৌদি আরব। সে প্রসঙ্গে টেনে রোনালদো বলেন, ‘সৌদি আরবের সাম্প্রতিক বিশ্বকাপ সাফল্য বলে দিচ্ছে, দেশটির ফুটবল নিয়ে লক্ষ্যটা অনেক বড় এবং প্রচুর সম্ভাবনা আছে।’

উল্লেখ্য, বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ, শীর্ষ কর্মকর্তা ও মালিকপক্ষ নিয়ে বেশ কিছু ‘বিস্ফোরক’ মন্তব্য করেন রোনালদো। যার জেরে বিশ্বকাপের মাঝপথেই শেষ হয় রোনালদো-ইউনাইটেড সম্পর্ক। ইংলিশ ক্লাবটিতে ৬ বছর কাটিয়েছেন তিনি। 

এর আগে ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত ৯ বছর ছিলেন রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ ক্লাবটির হয়ে ৪টি চ্যাম্পিয়নস লিগসহ দুইবার লা লিগা জেতেন। জুভেন্টাসেও খেলেন ৩ মৌসুম। সব মিলিয়ে ইউরোপের ৪টি ক্লাবে কাটিয়েছেন ২০ বছর। 

রোনালদোকে দলে নিয়ে উচ্ছ্বাসিত আল নাসরের প্রেসিডেন্ট মুসালি আলমুয়াম্মার। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটি ইতিহাস তৈরির চেয়েও বড় কিছু। এই চুক্তি শুধু আমাদের ক্লাবকেই নয়, আমাদের লিগ, আমাদের দেশ এবং ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।’

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –