• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রংপুর রাইডার্সের অধিনায়ক সোহান

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৩  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে ছিলো না রংপুর রাইডার্স। এক আসর বিরতি দিয়ে ফের বিপিএলে দলটি। নতুন বছরের শুরুতেই মাঠে নেমে পড়েছে তারা। এবারের আসরে দলকে নেতৃত্ব দিবেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।

এবার ভালো কিছু করার লক্ষ্য নিয়ে বছরের প্রথম দিন থেকে অনুশীলন শুরু করেছে তারা। রোববার বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলনে নামে রংপুর। শুরুতেই তারা অধিনায়ক হিসেবে সোহানের নাম ঘোষণা করেছে। 

২০২২ সালের সর্বশেষ আসরে অংশ নেয়নি রাইডার্স। ২০১৭ সালে মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ২০১৯ সালে তাদের খেলা সর্বশেষ আসরে নেতৃত্বে ছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। এবার সোহান পেলেন সেই দায়িত্ব।

এবার বেশ শক্তিশালী দল বানিয়েছে রংপুর। পাকিস্তান ও শ্রীলংকার বেশ কয়েকজন তারকাকে দলে ভিড়িয়েছে তারা। এই তালিকায় আছেন শোয়েব মালিক, হারিস রউফ, মোহাম্মদ নাওয়াজ, পাথুম নিশাংকা ও জেফ্রি ভ্যান্ডার্সি। 

সময়ের সেরা পারফর্মার জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে সরাসরি চুক্তিতে নিয়েছে তারা। দেশিদের মধ্যেও ঘরোয়া ক্রিকেট মাতানো অনেক তারকা আছেন দলে। ৬ জানুয়ারি উদ্বোধনী দিনেই সন্ধ্যা সোয়া সাতটায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর।

রংপুর রাইডার্স স্কোয়াড

সরাসরি চুক্তিতে: নুরুল হাসান সোহান (অধিনায়ক), শোয়েব মালিক (পাকিস্তান), পাথুম নিশাংকা (শ্রীলংকা), হারিস রউফ(পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), জেফ্রি ভ্যান্ডার্সি (শ্রীলংকা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)।

ড্রাফট থেকে দেশি: শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম পাটোয়ারি, রিপন মন্ডল, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দিন বাবু।

ড্রাফট থেকে বিদেশি: আজমাতুল্লাহ ওমরজাই (আফগানিস্তান), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র)।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –