• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

পেনাল্টিতে আসছে অবাক করা সব নতুন নিয়ম!

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩  

আগামী ১ জুলাই থেকেই বিশ্ব ফুটবলে আসছে পেনাল্টির নতুন নিয়ম। পরশু রাতেই নতুন নিয়মের অনুমোদন দেয় ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, নিয়ম পাল্টানোর নেপথ্যে তিনিই কারিগর। গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের খেলোয়াড়দের মনোযাগ নষ্ট করতে নানা শারীরিক অঙ্গভঙ্গি দেখান তিনি।

খেলোয়াড়দের মানসিকভাবে দুর্বল করতে একাধিকবার বল দূরে পাঠিয়ে দিয়েছেন তিনি। নতুন এবার নিয়য়ে পেনাল্টি শট নিতে আসা খেলোয়াড়কে বিরক্ত করতে পারবেন না কোনো গোলরক্ষক।

খেলোয়াড়দের মনোযোগ নষ্ট হয়- এমন কোনো অঙ্গভঙ্গিও করা যাবে না। পেনাল্টি শট নেয়ার সময় গোলরক্ষককে থাকতে হবে পোস্টের মাঝামাঝি গোললাইনে। শট নেয়ার আগ পর্যন্ত গোলপোস্ট, ক্রসবার কিংবা জালও ছুঁতে পারবেন না তিনি। কোন দিকে বল মারতে হবে এমন ইশারাও দেওয়া যাবে না।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –