• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

অতি সাধারণ মানুষের প্রতিও ছিলো বঙ্গবন্ধুর সুগভীর হৃদ্যতা

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২  

অতি সাধারণ মানুষের প্রতিও ছিলো বঙ্গবন্ধুর সুগভীর হৃদ্যতা             
১৯৭২ সালের ৩ অক্টোবর গণভবনের প্রবেশ মুখে এক অদ্ভুত দৃশ্যের অবতারণা ঘটে। গেটে এক বৃদ্ধের উপস্থিতি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টি আকর্ষিত হয়। 

বঙ্গবন্ধুর হৃদয় গভীর সহানুভূতিতে আরক্ত হয়ে ওঠে। ওই বৃদ্ধকে গণভবনের ভেতরে আনার জন্য নির্দেশ দেন বঙ্গবন্ধু। বৃদ্ধ বঙ্গবন্ধুকে জানান যে, তিনি বড়ই অভাবী মানুষ। তিনি আর্থিক সাহায্যের জন্য বঙ্গবন্ধুর কাছে এসেছেন। দুস্থ ও  অসহায় এই পথিকের কথা শুনে বঙ্গবন্ধুর হৃদয় বিগলিত হয়ে ওঠে। 

তিনি নিজের পকেট থেকে বৃদ্ধকে দুইশ’ টাকা দেন এবং তার কুশলাদি জিজ্ঞেস করেন। ঘটনাস্থলে যারা ছিলেন, তাদের মধ্যে কয়েকজন বিদেশিও ছিলেন। তারা সবাই দেশের সাধারণ-অসুস্থ মানুষের প্রতি বঙ্গবন্ধুর গভীর সহানুভূতি ও ভালোবাসা দেখে মুগ্ধ হন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –