• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

অন্য চার্জার দিয়ে ফোন চার্জ দিলে যেসব ক্ষতি

প্রকাশিত: ২৫ জুলাই ২০২০  

প্রতিটি ফোনের ব্যাটারির ক্ষমতা অনুযায়ী উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়াট, ভোল্ট এবং অ্যাম্পিয়ার মিলিয়ে চার্জার বানায়। তাই ফোনের মূল চার্জার দিয়ে দ্রুত চার্জ হয়। কিন্তু অন্য কোনো চার্জার ব্যবহার করলে চার্জ ধীরগতিতে তো হয়ই, বরং ব্যাটারি ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, অন্যের চার্জার দিয়ে কখনোই চার্জ দেয়া উচিত না। এমনকি নিজের পাওয়ার ব্যাংকও অন্যের সঙ্গে শেয়ার করা উচিত নয়। এছাড়া অনেকে ল্যাপটপ কিংবা ডেস্কটপের ইউএসবি পোর্ট দিয়ে ফোনে চার্জ দেন। এটাও করা উচিত নয়। এতে ফোন ব্যাটরির খুব ধীরে চার্জ নেয়। ফলে ব্যাটারির সেলগুলো ক্ষতিগ্রস্থ হয়।

বর্তমান সময়ে বাজারে আসা বেশিরভাগ ফোনেই ফাস্ট চার্জিং সাপোর্ট করে। উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্যাটারির ক্ষমতা অনুযায়ী ফাস্ট চার্জার বানায়। এই চার্জার দিয়ে যদি স্লো চার্জিং ব্যাটারি চার্জ করা হলে ওই ফোন ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে একই মডেলের চার্জারটি যদি অন্যেরও হয়, তবে সেটা দিয়ে আপনার ফোন চার্জ করতে পারেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –