• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

অন্যরকম একশ পঞ্চপাণ্ডবের

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮  

বাংলাদেশ ক্রিকেট দলের পঞ্চপাণ্ডব খ্যাত পাঁচ সিনিয়র ক্রিকেটার অন্যরকম এক একশর সামনে দাঁড়িয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি হয়ে দাঁড়াবে পাঁচ সিনিয়র ক্রিকেটারের একসঙ্গে খেলা একশতম ম্যাচ।
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদউল্লাহ রিয়াদ এই পাঁচ সিনিয়র ক্রিকেটার মূলত পঞ্চপাণ্ডব হিসেবে পরিচিত। এই পাঁচ ক্রিকেটারের একসঙ্গে একশ ম্যাচ খেলা নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের জন্য অন্যরকম এক মাইলফলক। কেননা, বাংলাদেশে সিনিয়র ক্রিকেটাররা কখনই এতটা লম্বা সময় ধরে খেলার সুযোগ পান না।মূলত এই পাঁচ ক্রিকেটারের পারফর্মের কারণেই এক বদলে যাওয়া ক্রিকেট পরাশক্তি হিসেবে বাংলাদেশের উত্থান ঘটে।

পাঁচ সিনিয়রের মধ্যে সবার আগে অভিষেক হয়েছে দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। পাঁচ জনের মধ্যে মাশরাফি এখনও দলের সেরা উইকেট শিকারি বোলার ও দেশের সেরা অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সাকিব আল হাসান এখন পর্যন্ত দেশের সেরা তারকা ক্রিকেটার। যিনি লম্বা সময় ধরে বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

দলের প্রধান ব্যাটিং স্তম্ভ হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে তুলেছেন মুশফিকুর রহিম। অন্যদিকে দলের ত্রাতা হয়ে উঠেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যিনি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম শতক হাঁকিয়েছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –