• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

অবশ্যই সাফল্য নিয়ে দেশে ফিরবে বাংলাদেশ- সাকিব

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০  

নিরাপত্তা ইস্যুটি সবচেয়ে বড় হওয়ার পরও পাকিস্তান সফরের জন্য বাংলাদেশকে শুভকামনা জানিয়েছেন সাকিব আল হাসান। তিনি বলেন, আমি আশা করি, তার সেখানে নিরাপদে থাকবে এবং নিরাপদে দেশে ফিরবে এবং অবশ্যই সাফল্য নিয়ে দেশে ফিরবে।

বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে সাকিব বলেন, সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে শ্রীলংকা। সুতরাং আমাদেরও সিরিজ জেতা উচিত।

সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের জেতা উচিত বলে মনে করেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টি র‌্যাংকিং-এ এক নম্বরে আছে পাকিস্তান। কিন্তু সম্প্রতি দেশের মাটিতে শ্রীলংকার কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় তারা।

তরুণ খেলোয়াড়দের নিয়ে নিজেদের দল সাজিয়েছে পাকিস্তান। সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু বিপিএলে বল হাতে সেরা পারফরম্যান্স করেও জাতীয় দলে জায়গা হয়নি বাঁ-হাতি পেসাার মোহাম্মদ আমিরের।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –