• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আইনজীবী অন্তর্ভুক্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ১ মার্চ ২০২০  

আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউভিত্তিক প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৮ হাজার ৭৬৪ জন পাস করেছেন।

শনিবার রাতে আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের নিজস্ব ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।  তালিকাটি দেখতে এখানে ক্লিক করুন।

উত্তীর্ণ পরীক্ষার্থীদের এবার লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষার বৈতরণী পার হয়ে তাদের মুখোমুখি হতে হবে মৌখিক পরীক্ষায়। সেখানে সফলতা পেলে তবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট  ছাড়া দেশের সব অধস্তন আদালত, ট্রাইব্যুনাল ও রাজস্ব বিভাগে আইনজীবী হিসেবে  কাজ করতে পারবেন একজন নবীন অ্যাডভোকেট।

বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য এবার এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় ৪০ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থীর অংশ নিয়েছিলন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –