• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

আইপিএলের সময় এগোচ্ছে

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮  

আইপিএলের আগামী আসরের সময় এগিয়ে আনা হতে পারে। মূলত আগামী বছরেই বিশ্বকাপ। আর একারণে, আইপিএল কমিটি এগিয়ে আনার কথা বলছে ভারতীয় ক্রিকেটাররা। বোর্ডও এব্যাপারে ভাবছে।

বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা ২০১৯ সালের ২৯ মার্চ। শেষ হবে ১৯ মে। অর্থাৎ মাত্র এক সপ্তাহের বিশ্রাম পাচ্ছে খেলোয়াড়রা। আর এটা চিন্তা করেই গেলো মাসে কমিটি অব এডমিনিস্ট্রেটরসের (সিওএ) সাথে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের বৈঠকে দলের পেসারদের অন্ততপক্ষে দুই সপ্তাহের বিশ্রাম দেওয়ার জন্য আইপিএলের সূচি কিছুটা এগিয়ে নিয়ে আসার কথা বলেন বিরাট কোহলি ও ভারতের কোচ রবি শাস্ত্রী। ফলে আইপিএল এক সপ্তাহ এগিয়ে ২৩ মার্চ থেকে শুরুর পরিকল্পনা করছে বিসিসিআই।

এদিকে আগামী বছর ভারতের জাতীয় নির্বাচন। তাই পরিবর্তিত হতে পারে আইপিএলের ভেন্যুও। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও আইপিএলের আগামী আসর বসতে পারে দক্ষিণ আফ্রিকায়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –