• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটি নির্বাচন

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯  

আজ শনিবার, অনুষ্ঠিত হচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২০। সংগঠনটির সদস্যদের ভোটে এদিন আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হবে।

এ উপলক্ষে শুক্রবার সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের এ সংগঠনের নেতা নির্বাচিত হতে এরইমধ্যে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

এবারের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের মোট ২১টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে পাঁচ জন ও সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতি পদে প্রার্থী হয়েছেন- ডিআরইউ’র প্রতিষ্ঠাতা সদস্য ও বার্তা টোয়েন্টি ফোরের বিশেষ প্রতিনিধি শাহনেওয়াজ দুলাল, সাবেক সহ-সভাপতি ও ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্টের বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম আজাদ, আনন্দ টেলিভিশনের উপ-প্রধান বার্তা সম্পাদক শামসুল হক বসুনিয়া ও দৈনিক আজকালের খবর পত্রিকার প্রধান প্রতিবেদক শরিফুল ইসলাম বিলু।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডিআরইউ’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান মেইল টোয়েন্টিফোর ডটকমের প্রধান প্রতিবেদক রিয়াজ চৌধুরী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র করেসপন্ডেন্ট নূরুল ইসলাম হাসিব, ডিআরইউ’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের জ্যেষ্ঠ্য প্রতিবেদক শেখ জামাল।

ডিআরইউ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়াও রয়েছে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাংস্কৃতি সম্পাদক, নারীবিষয়ক সম্পাদক, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, আপ্যায়ন সম্পাদক ও ৭টি কার্যনির্বাহী সদস্য পদ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –