• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

আটোয়ারীতে ৯৯৯ ফোন করে বাল্য বিবাহ বন্ধ

প্রকাশিত: ১৭ জুন ২০২০  

পঞ্চগড়ের আটোয়ারীতে বাল্য বিবাহ বন্ধ করে অভিভাবকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা দিয়ে মুক্তি পেলেন বর-কনে সহ তাদের অভিভাবকেরা। 

জানাগেছে, মঙ্গলবার (১৬জুন) সকালে উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলী গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরীর সাথে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও গ্রামের মোঃ ইদ্রিশ আলী’র পুত্র সুমন ইসলাম (১৬) এর বিবাহের প্রস্তুতি খবর পেয়ে স্থানীয় কয়েক যুবক ৯৯৯ এ ফোন করে অভিযোগ করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে পুলিশ বিয়ে বন্ধ করে কনের বাড়ি থেকে বর-কনে সহ তাদের অভিভাবকদের আটক করে নিয়ে আসেন। অতপর বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ১০ ধারা মতে ওই কিশোর- কিশোরী ও তাদের পিতা-মাতা সহ ৬ জনের কাছ থেকে পৃথক পৃথক অঙ্গিকারনামা লিখে নিয়ে ছেড়ে দেওয়া হয়। 

অঙ্গীকারনামায় উল্লেখ থাকে, বিয়ের উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে ভবিষতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এবং এর পুর্বে অন্যত্র কেউ বিবাহ করিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে তাদের কোন আপত্তি থাকবে না। এমনকি তারা কোন বাল্য বিবাহের সাথে সম্পৃক্ত হবে না এবং নিকটবর্তী এলাকার কোথাও বাল্য বিবাহ বন্ধে উদ্যোগী হবে। 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –