• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২  

আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত                  
পঞ্চগড়ের দেবীগঞ্জে থেকে পুলিশের বিশেষ অভিযানে একটি তক্ষক পাচারের সময় উদ্ধার করা হয়। পরে সেটি আদালতের নির্দেশে অবমুক্ত করা হয়েছে।

রোববার বিকেলে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মতিউর রহমান পঞ্চগড় বন বিভাগের জঙ্গলে তক্ষকটি অবমুক্ত করেন। এর আগে, শুক্রবার রাতে জেলার দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ সুকাতু প্রধান স্কুল মাঠ থেকে তক্ষকটি উদ্ধার করা হয়।

অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন- দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহমেদ, পঞ্চগড় বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে তক্ষকটি পঞ্চগড়ে নিয়ে আসেন একটি প্রতারক চক্র। বিভিন্ন মাধ্যমে সেটি পাচার করার জন্য বিক্রির চেষ্টা করছিলো তারা। এর আগেও প্রতারণা করে অনেকের কাছে অর্থ হাতিয়ে নেয় চক্রটি। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে দেবীগঞ্জের কালীগঞ্জ সুকাতু প্রধান স্কুল মাঠ থেকে তক্ষকটি উদ্ধার করা হয়। এ সময় চারজন পাচারকারী প্রতারককে আটক করা হয়। এদিকে রাতেই অভিযান পরিচালনা করে আরো একজনকে আটক করা হয়।

বিকেলে আদালতের বিচারক নিজেই তক্ষকটি জঙ্গলে অবমুক্ত করার বিষয়টি নিশ্চিত করেন দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহমেদ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –