• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

আবারো তাপমাত্রা কমতে শুরু করেছে উত্তরের জেলা পঞ্চগড়ে

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০  

উত্তরের জেলা পঞ্চগড়ে আবারো কমতে শুরু করেছে তাপমাত্রা। সেই সঙ্গে বাড়ছে শীতের প্রকোপ। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এটিই এ মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা।
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ছে ঠাণ্ডা। সেই সঙ্গে কুয়াশা পড়তে শুরু করে। মাঝরাতে বৃষ্টির মতো চলে কুয়াশাপাত। সকালে তাপমাত্রা অনেক নিচে নেমে আসে। তবে সকাল ৭-৮টার মধ্যেই সূর্যের দেখা মেলে। দুপুর পর্যন্ত সূর্যের তাপ কিছুটা থাকলেও বিকেল গড়াতেই কমে আসে।

এদিকে, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ব্যস্ততা বেড়েছে লেপ-তোষকের দোকানে। গরম কাপড়ের আমদানি শুরু হয়েছে গার্মেন্টসগুলোতে। কাঁচা বাজারে শীতকালীন সবজির আমদানিও বেড়েছে ব্যাপক। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, গত ১০ দিন ধরে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। এখন এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সাগরে নিম্নচাপ থাকায় তাপমাত্রা কয়েকদিন অপরিবর্তিত থাকবে। এরপর তাপমাত্রা আরো কমে আসবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –