• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না: কামরুল ইসলাম

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২  

আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না: কামরুল ইসলাম               
বাংলাদেশে আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শনিবার বিকেলে কেরানীগঞ্জে ৯৪টি পূজামণ্ডবে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। থানা আওয়ামী লীগের উদ্যোগে কালিন্দী ইউনিয়নের রেড রোজ পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত জোট ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। এজন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা বিশ্বের অন্যান্য দেশের কাছে ধরনা দিচ্ছে। বিএনপি-জামায়াত জোট পুলিশের ওপর হামলা-আক্রমণ করছে। অগ্নি-সন্ত্রাস চালিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি শফিউল আজম খান বারকু, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব প্রমুখ।

অনুষ্ঠান শেষে ৯৪টি পূজামণ্ডপের প্রত্যেকটি মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থ, শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –