• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

আরো ৮৮১ মেট্রিক টন পেঁয়াজ এল মিয়ানমার থেকে

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৯  

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। শনিবার এসেছে ৮৮১ মেট্রিক টন পেঁয়াজ।

এ নিয়ে ডিসেম্বর মাসেই ছয় দফায় পাঁচ হাজার ৪৪৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

স্থলবন্দরের কাস্টমস সুপার আফসার উদ্দিন বলেন, ২৯ সেপ্টেম্বর ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। এরপর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মিয়ানমার থেকে ৫০ হাজার ৫০৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। এসব পেঁয়াজ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

তিনি আরো বলেন, ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানির দিকে ঝুঁকছেন। এ কারণে অন্যান্য পণ্যের পাশাপাশি পেঁয়াজের আমদানি বাড়ছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –