• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

আলী হোসেন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৮  

অধ্যাপক আলী হোসেন মালিক। ফাইল ছবি

ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যাপক আলী হোসেন মালিক (৬৮) হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আল মামুন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- সায়েদ ফকির ওরফে সাইফুল ও মো. সুজন।

২০১৬ সালের ১১ অক্টোবর ভাষানটেক থানাধীন বনানী ডিওএইচএস রোড নম্বর দুইয়ের ৫৩/এ চতুর্থ তলায় সৈয়দ গ্রুপের অফিসে আলী হোসেন মালিককে হত্যা করা হয়। তিনি ওই অফিসের জেনারেল ম্যানেজার ছিলেন।

এ ঘটনার পর আলী হোসেনের ছেলে মো. সেয়াম মালিক একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকালে দুই আসামি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দেন।

মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল হওয়ার পর ২০১৭ সালের ১১ জুন একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার বিচারকালে আদালত ২১ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –