• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ইফতারে তৃষ্ণা মেটান টক দইয়ের শরবতে, জেনে নিন রেসিপি

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩  

সারাদিন রোজা রাখার পর রোজাদারের ইফতারে শরবতের যেকোনো একটি আইটেম না হলে যেন তৃষ্ণাই মেটে না। অনেকেই এক্ষেত্রে কেমিক্যালযুক্ত শরবত খেয়ে থাকেন। সেসব শরবত সুস্বাদু ও দেখতে সুন্দর হলেও স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী নয়।

তাই ঘরে তৈরি শরবত খাওয়াই উত্তম। এক্ষেত্রে রাখতে পারেন টক দইয়ের শরবত। এটি খেতে সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্যও উপকারী। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

টক দই- ১ কাপ

গুঁড়া দুধ- ৩ টেবিল চামচ

লবণ- ১/২ চা চামচ

চিনি- ১/২ কাপ

পানি- পরিমাণমতো

বরফের টুকরা- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

পরিষ্কার ব্লেন্ডারে বরফ ছাড়া বাকি সব উপকরণ একে একে ঢেলে নিন। এবার ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর পরিবেশন গ্লাসে ঢেলে নিন। চাইলে উপরে বরফ কুচি ছড়িয়ে পরিবেশন করতে পারেন। এতে ইফতারে শরবত খেতে আরো বেশি সুস্বাদু লাগবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –