• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ঈদে আসছে ‘জমজ-১৪,’ এবার ৪ রুপে মোশাররফ

প্রকাশিত: ৯ মে ২০২১  

প্রতি ঈদে  মোশাররফ করিম অীভনীত 'জমজ' নাটককে ঘিরে দর্শকদের মধ্যে অন্যরকম এক আগ্রহ থাকে। জমজ সিরিজের প্রথম নাটকে দ্বৈত চরিত্রে অভিনয় করে নতুন করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন মোশাররফ করিম। দর্শকদের আবেদনে এর আগে নাটকটির ১৩টি সিক্যুয়াল তৈরি হয়েছে। এবার  ঈদে আসতে যাচ্ছে ‘জমজ-১৪’।

করোনার কারণে গত ঈদে নির্মিত  না হলেও এবারের ঈদের জন্য নির্মাণ হয়েছে ‘জমজ ১৪’। আগের সিক্যুয়ালে তিনটি চরিত্রে দেখা গিয়েছে মোশাররফ করিমকে। কিন্তু নতুন সিক্যুয়ালে চারটি চরিত্রে হাজির হবেন এই অভিনেতা।

‘জমজ ১৪’ রচনা করেছেন অভিনেতা-নির্মাতা কচি খন্দকার। এতে অভিনয়ও করছেন তিনি। বরাবরের মতো এবারো এটি নির্মাণ করছেন আজাদ কালাম। লকডাউনের আগে গাজীপুরের পুবাইলে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। 

নাটকটি নিয়ে মোশাররফ করিম বলেন—‘‘জমজ’ নাটকের জন্য সব সময় আলাদা করে সময় রাখি। গল্প, চরিত্র নিয়ে আলাদা করে ভাবি। ইচ্ছা থাকা সত্ত্বেও গত ঈদে নাটকটি নির্মাণ সম্ভব হয়নি। তবে এবারের ঈদে দর্শকরা জমজ দেখতে পাবেন।’

‘জমজ-১৪’ নাটকে নতুন করে যুক্ত হয়েছেন অভিনেত্রী সারিকা। ঈদের  চতুর্থদিন রাত ৮টা ৩০ মিনিটে দেখা যাবে নাটকটি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –