• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

এইচ টি ইমামের মৃত্যুতে রবার্ট মিলারের শোক

প্রকাশিত: ৪ মার্চ ২০২১  

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের (হোসেন তৌফিক ইমাম) মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকার মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। আজ বুধবার এক টুইট বার্তায় এ শোক জানান তিনি।

টুইটারে শোক বার্তায় আর্ল রবার্ট মিলার লেখেন, ঢাকার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমামের মৃতুতে পরিবার ও বন্ধু-বান্ধবদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি আমি। টেকসই মার্কিন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমাদের অনেক কথোপকথন স্মরণ করছি।

উল্লেখ্য, বুধবার (০৩ মার্চ) রাত সোয়া ১টায় রাজধানীর সিএমএইচ হাসপাতালে মৃত্যুবরণ করেন এইচ টি ইমাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। এইচ টি ইমামের জন্ম ১৯৩৯ সালের ১৫ জানুয়ারি টাঙ্গাইল শহরে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –