• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

এক বছরে মাথাপিছু আয় বেড়েছে ১২ হাজার টাকা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট,  দৈনিক পঞ্চগড় 

গত এক বছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে ১৪৯ মার্কিন ডলার বা ১২ হাজার ৩৬৭ টাকা (প্রতি ডলার সমান ৮৩ টাকা হিসেবে)। আবার বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশে। ২০১৭-১৮ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় মাথাপিছু জাতীয় আয়, আমদানি-রপ্তানি, সরাসরি বৈদেশিক বিনিয়োগর পরিমাণ এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ও পরিমাণ বেড়েছে। ২০১৭-১৮ অর্থবছরে জিডিপি বৃদ্ধির হার ৭ দশমিক ৮৬ শতাংশ এবং জাতীয় আয় গত অর্থবছরের ১ হাজার ৬০২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৭৫১ মার্কিন ডলারে।

২০১৭-১৮ অর্থ বছরের তুলনায় দেশের মোট পণ্য রপ্তানির পরিমাণ ৭ দশমিক ৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১ দশমিক এক মিলিয়ন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ৩০ হাজার ৯৬৫ কোটি টাকা। যা আগের বছরের চেয়ে ১৪ দশমিক ৭৮ শতাংশ বেশি। অন্যদিকে দেশে রেমিটেন্স প্রবাহের পরিমাণ বেড়েছে ১৭ দশমিক ৩১ মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে রেমিটেন্স এসেছে ১৪ দশমিক ৯৮ বিলিয়ন ডলার।

বাংলাদেশে ২০১৭ সালে দেশে দারিদ্রের হার ছিলো ২৩ দশমিক ১ শতাংশ। ২০১৮ সালে তা কমে দাঁড়িয়েছে ২১ দশমিক ৮ শতাংশ। চরম দারিদ্রের হার গত বছরের ১২ দশমিক ১ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ৩ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরে বিদেশে গেছে ৮ লাখ ৬৭ হাজার ১২৮ জন বাংলাদেশি। এর মধ্যে ১ লাখ ১৩ হাজার ৯০৭ জন নারী।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –