• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

একই পরিবারের ছয় সদস্যের রহস্যময় মৃত্যু!

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২  

ভারতের হরিয়ানা রাজ্যে একই পরিবারের ছয় সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকালে রাজ্যের আম্বালার বালানা গ্রামের একটি বাড়ি থেকে ছ’জনের দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে সুইসাইড নোট। আত্মহত্যা নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে— তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন সঙ্গত রাম (৬৫), তার স্ত্রী মহিন্দ্রা কউর, সুখবিন্দর সিংহ (৩৪), তার স্ত্রী রিনা। সুখবিন্দরের দুই শিশুকন্যা আশু (৫) ও জাস্‌সিরও (৭) দেহ উদ্ধার করা হয়েছে।

গত ১৭ অগস্ট একই রকম ঘটনা ঘটেছিল জম্মুর সিধরা এলাকায়। সেখানেও একই পরিবারের ছয় সদস্যের দেহ উদ্ধার করা হয়েছিল। এর আগে, ২০১৮ সালে এক রবিবার সকালে উত্তর দিল্লির সংলগ্ন এলাকা বুরারিতে একই পরিবারের ১১ জন সদস্যের দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। বাড়ির মেঝেতে ৭৫ বছর বয়সি এক বৃদ্ধার দেহ পড়ে থাকতে দেখা যায়। বাকি ১০ সদস্যের দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। তাদের প্রত্যেকের চোখ বাঁধা ছিল।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –