• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

একটু সচেতনতাই দিতে পারে ব্রণ থেকে মুক্তি

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩  

 
রাতে ঘুমোতে যাওয়ার সময় ঝকঝকে মুখ অথচ ভোরে ঘুম থেকে উঠে দেখা গেলো ব্রণ। আয়নার সামনে দাঁড়িয়ে মনখারাপ। এর কারণ হিসেবে অনেকেই ভাবেন পানি কম খাওয়া কিংবা বেশি তেল মশলাযুক্ত খাবার খাওয়ার ফলে ব্রণ হচ্ছে। কিছু ভুল থেকে  হতে পারে ব্রণের সমস্যা। একটু সচেতনতাই মুক্তি দিতে পারে ব্রণের সমস্যা থেকে। 

চলুন জেনে নেই কিছু সহজ টিপস: 

বেশি খসখসে কিংবা নোংরা তোয়ালে মুখ মোছা ঠিক নয় । এতে ব্রণের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে  প্রতিদিনের ব্যবহারের গামছা কিংবা তোয়ালে পরিষ্কার করতে হবে।

যত কষ্টই হোক বাইরে থেকে এসে  মেকআপ তোলার কথা ভুলে গেলে চলবে না। মেকআপ নিয়ে ঘুমনোর ফলে বাড়তে পারে ব্রণের সমস্যা।

আবার এমন অনেকে আছেন মেক আপ না করা সত্ত্বেও ব্রণর সমস্যায় ভোগেন। এক্ষেত্রে বাইরে  থেকে বাড়ি ফিরে ভাল করে মুখ পরিষ্কার না করা একটা বড় কারণ হতে পারে । তাই বাইরে থেকে ফিরে অবশ্যই ভালো করে মুখ পরিষ্কার করতে হবে।

প্রতিদিনের ব্যবহার করা চাদর এবং  বালিশের কভার থেকেও হতে পারে ত্বকের সমস্যা। তাই এগুলো পরিষ্কারের প্রতি নজর রাখতে হবে ।

রাতভর  মাথায় তেল না রেখে  গোসলের  ঘণ্টা-দুয়েক আগে হট অয়েল ম্যাসাজ করে  নিলে ব্রণের সমস্যা কম হওয়ার সম্ভাবনা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –