• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

এবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরের ক্লাসে উন্নীত

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০  

এবার পরীক্ষা ছাড়াই প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে পরের ক্লাসে উন্নীত করা হবে। তবে যার যে রোল নম্বর আছে, সেই রোল নিয়েই পরের শ্রেণিতে উঠতে হবে। এ জন্য শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকরা।
সোমবার এমন নির্দেশনা দিয়ে প্রাথমিক শিক্ষার সব বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা/থানা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকদের কাছে চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম সংবাদমাধ্যমকে জানান, ১৬ মার্চ পর্যন্ত ক্লাস হয়েছে। টেস্ট হয়েছে। আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর সংসদ টিভি, বাংলাদেশ বেতার, অনলাইনে শিক্ষার্থীদের পড়ানো হয়েছে। এসবের রেকর্ড আছে। মহামারির কারণে আনুষ্ঠানিক কোনো পরীক্ষা হবে না। ফলে মূল্যায়নটা শিক্ষকদের ওই রেকর্ড থেকে হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –