• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

এশিয়ার সেরা হতে চলেছে বাংলাদেশের প্রবৃদ্ধি- প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০  

করোনাভাইরাস পরিস্থিতিতেও বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী ভিত্তির ওপর রয়েছে এবং প্রবৃদ্ধি এশিয়ার মধ্যে সেরা হতে চলেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার  দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট ভিত্তিপ্রস্তর স্থাপন ও দুটি হাসপাতালে জিন এক্সপার্ট মেশিন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুম কনফারেন্সে যুক্ত হন প্রতিমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরো বলেন, এখন থেকে কোনো পরীক্ষার জন্য মেহেরপুরের বাইরে যেতে হবে না। মেহেরপুরে বসেই সব পরীক্ষা সম্পন্ন করা হবে।

পরে তিনি জুমের মাধ্যমে ৪ কোটি টাকা মূল্যের জিন এক্সপার্ট মেশিন ও অক্সিজেন সরবরাহের জন্য সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করেন।

একই সময়ে প্রতিমন্ত্রী মেহেরপুর জেলা সমাজসেবা অধিদফতরের উদ্যোগে বিভিন্ন সংগঠনের মধ্যে অনুদানের চেক ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। 

অনুষ্ঠানে ৪৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং ৬৭টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আব্দুল কাদের সমাজ সেবা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –