• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

এসএ গেমস-২০১৯ঃ ছেলেদের ক্রিকেট ইভেন্ট জয় দিয়ে শুরু বাংলাদেশের

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

সাউথ এশিয়ান গেমসে (এসএ) ছেলেদের ক্রিকেট ইভেন্ট জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ম্যাচটিতে তানভীর ইসলামের বিধ্বংসী বোলিংয়ে মালদ্বীপকে ১০৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

২০ ওভারের ম্যাচে আগে ব্যাটিং করে সৌম্য সরকার, শান্তদের দুর্দান্ত ব্যাটিংয়ে মালদ্বীপকে ১৭৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। নাইম শেখ ৩৮, সৌম্য ৪৬ ও নাজমুল হোসেন শান্ত ৪৯ রান করেন। মালদ্বীপের হয়ে একটি করে উইকেট নেন ইব্রাহিম, ফরহাদ ও মাহফুজ।

রান তাড়ায় মাত্র ৬৫ রানেই অলআউট হয়ে যায় মালদ্বীপ। অসাধারণ ঘূর্ণি জাদু দিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপে ধস নামান বাঁহাতি স্পিনার তানভীর। তিনি একাই শিকার করেন পাঁচ উইকেট। দলের পক্ষে সর্বোচ্চ ১২ রান করেন আলি ইভান। নয়জনই সিংগেল ডিজিটে আউট হন। তানভীরের পাঁচ উইকেট ছাড়া দুটি করে উইকেট নিয়েছেন আফ্রিদি ও আফিফ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলঃ ১৭৪/৪ (২০ ওভার) 

সৌম্য ৪৬, শান্ত ৪৯;

ইব্রাহিম ১/৩১, মাহফুজ ১/৩১

মালদ্বীপ অনূর্ধ্ব-২৩ দলঃ ৬৫/১০ (১৯.২ ওভার)

আলী ১২, আহমেদ ১০;

তানভীর ৫/১৪, আফিফ ২/৭

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –