• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কখনো আল্লাহ’র কাছে দোয়া বন্ধ করো না- ওজিল

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০  

ফুটবল বিশ্বে বেশ ধার্মিক হিসেবেই পরিচিত আর্সেনাল তারকা মেসুত ওজিল। জার্মানীর হয়ে বিশ্বকাপ জেতা এই অ্যাটাকিং মিডফিল্ডার নিয়মিত ধর্ম-কর্ম পালন করেন। আজ (শুক্রবার) ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন তিনি। সেখানে কখনো আল্লাহ’র কাছে দোয়া বন্ধ না করার আহ্বান জানিয়েছেন এই ফুটবলার। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট করেছেন ওজিল। প্রথমেই সবাইকে জুম্মা মোবারকের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘কখনো আল্লাহ’র কাছে দোয়া বন্ধ করো না।’

অনেকেই প্রভুর কাছে কিছু চেয়ে সেটি না পেলে হতাশ ও মনঃক্ষুণ্ন হন। কিন্তু কাউকে হতাশ হতে নিরুৎসাহিত করেছেন ওজিল। 

সাবেক রিয়াল মাদ্রিদ তারকা এ বিষয়ে লেখেন, যা চাচ্ছেন তা হয়তো এখন হবে না, পরবর্তী মাসেও হবে না। কিন্তু যখন তোমার জন্য ব্যাপারটা সবচেয়ে ভালো হবে তখনই আল্লাহ ঘটাবেন। তিনিই তোমার জন্য কোনটা উত্তম সেটা ভালো জানেন। 

এর আগেও বিশ্বের নির্যাতিত মুসলিমদের পক্ষে দাঁড়িয়ে নানারকম কথা বলেছেন ওজিল। অসহায় মানুষদের পাশেও নিয়মিত দাঁড়ান তিনি। আজকের পোস্টের মাধ্যমে আরো একবার নিজের ধার্মিক সত্তার প্রমাণ রাখলেন এই ফুটবলার। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –