• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কভিডমুক্ত আরিফিন শুভ-নুসরাত ফারিয়া

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০  

ডিসেম্বর তাদের দুজনের আক্রান্ত হওয়ার খবরটি প্রকাশ্যে আসে। তখন তারা আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছিলেন। আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া দুজনই তাদের করোনা রিপোর্ট নেগেটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নুসরাত ফারিয়া বলেন, আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে গত সপ্তাহে। এরই মধ্যে আমি কাছে ফিরেছি। নারায়ণগঞ্জ ক্লাবের একটি শোতে গতকাল (শনিবার, ২৬ ডিসেম্বর) পারফর্ম করেছি। আক্রান্ত হওয়ার পরও আমার শারীরিক কোনো জটিলতা ছিল না, এখনো নেই। সবাই নিরাপদে থাকুন।

এদিকে রবিবার ফেসবুকে ভিডিওবার্তায় আরিফিন শুভ বলেন, গতকাল রাতে আমি করোনার দ্বিতীয় টেস্ট করিয়েছি, তা নেগেটিভ এসেছে। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ। করোনা থেকে বেরিয়ে এসেছি। পরবর্তী সময়ে কমন দুটি ঝামেলা হয়। একটি হচ্ছে শ্বাস-প্রশ্বাসের সমস্যা ও শারীরিক দুর্বলতা। এই দুটি আমার আছে। আমি সর্বোচ্চ সতর্কতা অবলম্ব করার চেষ্টা করছি। 

শুভ বলেন, আমি ঠিক আছি, তবে শ্বাস-প্রশ্বাসের সমস্যাটা একটু জ্বালাচ্ছে। চিকিৎসক যা যা প্রয়োজনীয় টেস্ট দিয়েছেন সবগুলো করিয়েছি। আশা করছি খুব শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে যাব। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ফারিয়া ও শুভ দুজনই জানিয়েছেন, ২ তারিখ থেকে তারা শুটিংয়ে ফিরছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –