• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

করোনা টিকা প্রত্যাখ্যানকারীদের তালিকা করবে স্পেন

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০  

করোনাভাইরাসের টিকা নিতে যারা অস্বীকার করবেন, তাদের তালিকা করা হবে বলে জানিয়েছেন স্পেনের স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরো বলেছেন, সেই তালিকা ইউরোপীয় ইউনিয়নকে দেওয়া হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্পেনের স্বাস্থ্যমন্ত্রী সালভাদর ইলা বলেছেন, এই তালিকা সাধারণ জনগণ কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা দেখতে পারবেন না। 

তিনি মনে করেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিহত করতে সবার টিকা নেওয়াটা বেশি ভালো।

করোনাভাইরাস মহামারিতে ইউরোপে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম স্পেন। দেশটিতে  এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ৭২ জন এবং মারা গেছে ৫০ হাজার একশ ২২ জন।

এরই মধ্যে দেশটিতে ফাইজার/বায়োএনটেক-এর তৈরি করোনা টিকা অনুমোদন দেওয়া হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –