• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

‘করোনা থেকে মুক্তি পেতে মাস্কের বিকল্প নেই’

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০  

নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ‘নো মাস্ক নো এন্ট্রি’ নিয়ন চালু করা হয়েছে। উপজেলার সব সরকারি-বেসরকারি কার্যালয়ের মূল ফটকে ‘নো মাস্ক নো এন্ট্রি’ লেখা ব্যানার-ফেস্টুন টাঙিয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়। 

তিনি বলেন, ‘করোনা থেকে মুক্তি পেতে মাস্কের বিকল্প নেই। এটাই দ্বিতীয় ভ্যাকসিন।’ শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইউএনও জানান, উপজেলা প্রশাসনের যেকোনও সেবা নিতে সবাইকে মাস্ক পরে আসতে হবে। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ হতে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এবং মাস্ক ব্যবহারে বাধ্য করতে প্রতিদিন বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক পরিধান না করা ব্যক্তিদের জরিমানা করা হচ্ছে। এ সময় জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্কও বিতরণ করা হয়।’

শনিবার (২৮ নভেম্বর) সকালে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী রায় বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।’

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –