• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

করোনা: দিনাজপুরে যুব মহিলা লীগের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র সার্বিক সহযোগিতায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কাজকর্ম বন্ধ থাকায় শহরের কাঞ্চন কলোনী এলাকায় দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ যুব মহিলা লীগ দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তাজমুন নাহার ছন্দা।

৭ এপ্রিল মঙ্গলবার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র সার্বিক সহযোগিতায় করোনা ভাইরাস প্রতিরোধে কাজকর্ম বন্ধ থাকায় শহরের কাঞ্চন কলোনী এলাকায় দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ যুব মহিলা লীগ দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তাজমুন নাহার ছন্দা।

খাদ্য সামগ্রী বিতরণকালে জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক তাজমুন নাহার ছন্দা বলেন, সারা বিশ্ব থমকে আছে প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে। ইতিমধ্যে আমাদের দেশেও এই করোনা ভাইরাসে অনেকেই আক্রান্ত হয়েছেন এবং আক্রান্ত হয়ে কয়েকজন মৃত্যু বরণ করেছেন। তাই এই করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সাধারণ ছুটি ঘোষনা করেছেন। যাতে সবাই ঘরে থাকেন এবং করোনা ভাইরাস সংক্রমণ থেকে দেশকে মুক্ত রাখা যায়। আর এই অবস্থায় ভোগান্তিতে পড়েছে দরিদ্র ও স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ। দরিদ্র ও খেটে খাওয়া মানুষদের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। 

তিনি দরিদ্র ও স্বল্প আয়ের মানুষদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –