• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

‘করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের তুলনায় সফল রাশিয়া’

প্রকাশিত: ১৬ জুন ২০২০  

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত প্রায় পুরো বিশ্ব। এ ভাইরাসে আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। মহামারি এ ভাইরাস মোকাবিলায় রাশিয়া যুক্তরাষ্ট্রের তুলনায় অধিক সফল বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাক্ষাৎকারে এ কথা বলেন পুতিন

তিনি বলেন, ঈশ্বরের কৃপায় আমরা কম ক্ষতি ও স্থিরতার সঙ্গে করোনা পরিস্থিতি থেকে বেরিয়ে আসছি। তবে যুক্তরাষ্ট্রে এমনটি ঘটেনি। করোনা মহামারির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গভীর সংকট প্রকাশ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব নিয়েও কথা বলেন। ট্রাম্পের মধ্যে নেতৃত্বের অভাব রয়েছে বলে জানান পুতিন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প জনগণের স্বার্থের তুলনায় দলীয় স্বার্থকে বেশি গুরুত্ব দেন।

আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রাশিয়ায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৭ হাজার জন। মৃত্যু হয়েছে ৭ হাজার ৯১ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৮৪ হাজার ৫৩৯ জন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –