• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

‘করোনা মোকাবেলায় সকলকে একযোগে কাজ করতে হবে’

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সকলকে একযোগে কাজ করতে হবে। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জনগণকে আরো সচেতন হতে হবে। বুধবার (৬এপ্রিল) দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার জেলা পরিষদ ডাকবাংলোয় এক মতবিনিময় সভায় ৭২ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহাঙ্গীর হারুন এসজিপি, এনডিসি, এএফডবিউসি, পিএসসি এসব কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছিল, তখন সারাবিশ্বের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। দেশের এই ক্রান্তিকালে আমাদের সকলকে একযোগে কাজ করে জনগণকে বাড়িতে থাকার জন্য উদ্বুদ্ধ করতে হবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সচেতনতার কোন বিকল্প নেই। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ৩০ বীর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ হেদায়েতুল ইসলাম পিএসসি, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুল কাদের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার, থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, খাদ্য গুদাম কর্মকর্তা আমজাদ হোসেনসহ সাংবাদিকবৃন্দ। এসময় তিনি বিভিন্ন দপ্তরের করোনা মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতির খোঁজখবর নেন। পরে বিজয় মঞ্চ চত্ত¡রে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –