• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

করোনা রোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের প্রদুর্ভাব রোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এই আহ্বান জানান তিনি। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্সে যোগ দেন সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, করোনা রোধ করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। করোনা নিয়ন্ত্রণ করতে হলে সবাইকে নিয়ম মেনে চলতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, `হিসাব করে দেখা গেছে ১০০ বছর পর পর এরকম একটা ধাক্কা আসে। যাই হোক আমাদের ঘুরে দাঁড়াতে হবে। খুব স্বাভাবিকভাবে উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের বাঙালিও বিদেশে মারা গেছে। আমাদের দেশেও ইতিমধ্যে বেশ কয়েকজন মারা গেছে। গতকালও এসেছে তিনজনের নাম। সুস্থ্য হয়ে ঘরে ফিরে যাওয়ার সংখ্যাটা বেশি। আমরা চাই না প্রাদুর্ভাব বৃদ্ধি পাক।‘

করোনায় নিয়ন্ত্রণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, `করোনা নিয়ন্ত্রণ করতে হলে আমাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। সবাইকে কাজ করতে হবে। ইতিমধ্যে আমার প্রত্যেকটা জেলার সঙ্গে সংযোগ হয়েছিল সবার সাথে কথা বলা যায়নি। আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের বিভাগওয়ারী সবার সঙ্গে পুনরায় মত বিনিময় করব।’

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –