• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

করোনার ভয়ে পঞ্চগড়ে বৃদ্ধের আত্মহত্যা!

প্রকাশিত: ২৬ মার্চ ২০২০  

প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিষপানে জুমার উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বুধবার দুপুরে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। নিহত জুমার উদ্দিন উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীরজোত গ্রামের মৃত সোনাম উদ্দিনের ছেলে।

নিহতের বড় ছেলে আবু সাঈদ জানান, সকাল সাড়ে ১১টার দিকে বাবা বিষপান করলে দ্রুত তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসি। এর এক থেকে দেড় ঘণ্টা পর তিনি মারা যান।

কী কারণে তিনি বিষপান করেছেন এ বিষয়ে জানতে চাইলে আবু সাঈদ বলেন, ‘কী কারণে বিষপানে তিনি আত্মহত্যা করলেন তা জানি না। বাবা কানেও কম শুনতেন। তবে করোনা ভাইরাস নিয়ে কয়েকদিন ধরে ভয় পাচ্ছিলেন তিনি।’এ কারণে নিহতের পরিবার ও প্রতিবেশীরা ধারণা করছেন- করোনার ভয়ে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম ও বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন বৃদ্ধ জুমার উদ্দিনের বিষপানে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –