• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কলম চুরির অপবাদে ১১ শিক্ষার্থীকে মারধরের ঘটনা তদন্তে কমিটি

প্রকাশিত: ৪ জুন ২০২২  

কলম চুরির অপবাদে ১১ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। শনিবার (৪ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

তিনি বলেন, ঘটনাটি জানার পরই ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিনকে আহ্বায়ক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মনিরুল ইসলাম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম কামরুজ্জামানকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত একটি প্রাথমিক প্রক্রিয়া। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফুলছড়ি উপজেলার গলাকাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে কলম চুরির অপবাদে ২ জুন ১১ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান (৫০)। এ ঘটনা জানাজানি হলে অভিভাবকরা উত্তেজিত হয়ে বিদ্যালয় ঘেরাও করেন। পরে তারা রাস্তা অবরোধ করে ওই শিক্ষকের শাস্তি দাবি জানান।

বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরি সভায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। অভিযুক্ত শিক্ষকের বাড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের হরিপুর গ্রামে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –