• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কিশোরগঞ্জে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

পারিবারিক কহলের কারণে মজিদা বেগম(৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গতকাল সোমবার রাতে নিজ বাড়ির ঘরের তিরের সাথে দঁড়ি লাগিয়ে আত্মহত্যা করে। নিহত মজিদা বেগম নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের সরকার পাড়া গ্রামের হাসান আলীর স্ত্রী ও দুই সন্তানের জনক। 

মাগুড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সিহাব জানান, করোনা ভাইরাসের কারণে দিন মজুর হাসার আলী কর্মহীন হয়ে পড়েন। পরিবারে কোন আয় না থাকায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। ঘটনার দিনও দুপুরে খাবার নিয়ে মজিদা বেগম তার স্বামী সাথে ঝগড়া করে। এ নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়। রাতে শোয়ার ঘরে মজিদা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 

কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –