• ||

  • ||

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কুড়িগ্রাম ও লালমনিরহাট শহরে ইয়াবা সরবরাহকারী গ্রেফতার

প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৯  

ফেনসিডিল মামলায় ৩ বছরের সাজা মাথায় নিয়ে ইয়াবার ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন রাসেল আকন্দ। তিন বছর আগে সাজা হওয়ার কারণে তিনি বগুড়ায় দীর্ঘ সময় অবস্থান করতেন না কখনো। বগুড়া থেকে ইয়াবা নিয়ে গিয়ে সরবরাহ করতেন কুড়িগ্রাম ও লালমনিরহাট শহরে। এ কারণে পুলিশও তাকে খুঁজে পাচ্ছিল না। রাসেল আকন্দকে গ্রেফতার করতে পুলিশও তৎপর ছিল দীর্ঘদিন ধরে। অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় সদর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা দেড় হাজার পিস ইয়াবা।

শুক্রবার (১১ অক্টোবর) বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের ফুলবাড়ি থেকে রাসেলকে গ্রেফতার করে।

রাসেল আকন্দ ফুলবাড়ি উত্তরপাড়ার নজরুল আকন্দের ছেলে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা বলেন, ‘২০১৪ সালে ফেনসিডিলসহ ধরা পড়ে রাসেল। ওই মামলায় ২০১৬ সালে তার তিন বছর সাজা হয়। সাজা মাথায় নিয়ে রাসেল আবারো শুরু করেন ইয়াবার ব্যবসা। পুলিশের ভয়ে বগুড়ায় বসবাস না করে ইয়াবার ব্যবসা শুরু করেন কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায়। মাঝেমধ্যে বগুড়ায় আসতেন ইয়াবার চালান নেওয়ার জন্য। শুক্রবার ইয়াবা নিয়ে কুড়িগ্রাম ফেরার পথে পুলিশ তাকে গ্রেফতার করে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –