• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

কুড়িগ্রামে ব্রহ্মপূত্র নদে ডুবে এক ব্যক্তি নিখোঁজ

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপূত্র নদে ডুবে আমিনুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। সোমবার বিকেলে চর থেকে মহিষ আনার সময় নদীতে ডুবে যায় সে। মঙ্গলবার দুপুর পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান করেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

জানা যায়, নিখোঁজ ব্যক্তি প্রতিদিনের ন্যায় সোমবারও ব্রহ্মপূত্র নদের শাখা নালা পেরিয়ে মহিষগুলো বাড়ির পাশ্ববর্তী কাজিয়ার চরে ঘাষ খাওয়াতে নিয়ে যায়। ঘাসখাওয়া শেষে বিকেলে মহিষগুলো ফিরিয়ে আনতে যায় সে। এসময় মহিষগুলো দড়ি দিয়ে একসাথে বেঁধে তাদের সাথে সাঁতার কেটে আসার সময় নিখোঁজ হয় সে। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, নদীতে ডুবে প্রবল স্রোতে সে ভেসে গেছে। নিখোঁজ ব্যক্তি ঘুঘুমারী উত্তরপাড়া গ্রামের মৃত: আব্দুল হকের পূত্র। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাহেবের আলগা ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক আলী মন্ডল জানান, নিখোঁজ ব্যক্তিকে স্থানীয় লোকজন উদ্ধারের চেষ্টা করছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –