• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

কুড়িগ্রামে ৪টি আসনে প্রতীক বরাদ্দ....

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮  

কুড়িগ্রামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সংসদীয় ৪টি আসনে ৩৬জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসকহলরুমে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বিতরণ করেন জেলা রিটার্ণিং অফিসারও জেলা প্রশাসক সুলতানা পারভীন। এসময় প্রার্থীরা নিজে বা প্রতিনিধিরমাধ্যমে প্রতীক সংগ্রহ করেন।

হাইকোর্টে আপিল করে কুড়িগ্রাম-৪ আসনেরস্বতন্ত্র প্রার্থী গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার মোটর গাড়ী (কার)প্রতীক পান।

কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনের মধ্যে কুড়িগ্রাম-৪ আসনে ৪ জন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার দুপুরে দলীয় প্রতীক বিতরণের পর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তিনজন সিংহ প্রতীক নিতে আগ্রহী হলে জেলা রিটার্ণিং লটারীর মাধ্যমে বিষয়টি ফয়সালা করেন।লটারীতেসাবেক এমপি গোলাম হাবিব সিংহ প্রতীক পান। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ইউনুছ আলী প্রথমে আপেল প্রতীক পছন্দ করে সেটি পরিবর্তন করে কুড়ালপ্রতীক বেছে নেন। অন্য স্বতন্ত্র প্রার্থী ইমান আলী নেন ডাব প্রতীক।এছাড়াও কুড়িগ্রাম-১ আসন (নাগেশ^রী ও ভুরুঙ্গামারী) থেকে ৮জনপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন-জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান(লাঙ্গল), আওয়ামীলীগের আছলাম হোসেন সওদাগর নৌকা), বিএনপি’র সাইফুর রহমান রানা (ধানেরশীষ), ইসলামী আন্দোলনের আব্দুর রহমান প্রধান (হাতপাখা),ন্যাশনাল পিপলস পার্টি’র জাহিদুল ইসলাম (আম), তরিকত ফেডারেশনের কাজী লতিফুল কবীর রাছেল (ফুলের মালা), জাতীয় পার্টি-জেপি’র রশীদ আহমেদ (বাই-সাইকেল) ও জাকের পার্টির আব্দুল হাই (গোলাপফুল)।কুড়িগ্রাম-২ আসন (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট) থেকে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন-জাতীয় পার্টি থেকে মহাজোটের প্রার্থী পনির উদ্দিন আহমেদ (লাঙ্গল), গণফোরাম থেকে ঐক্যফ্রন্টের প্রার্থী মেজর জেনারেল (অব:) আমসাআ আমিন (ধানের শীষ), বিকল্প ধারার আবুল বাশার (কুলা),ইসলামী আন্দোলনের মাওলানা মোকছেদুর রহমান (হাতপাখা), সিপিবি’রউপেন্দ্রনাথ রায় (কাস্তে), বাসদের মোনাব্বর হোসেন মিন্টু (মই), ও ন্যাশনাল পিপলস পার্টি’র আব্দুর রশীদ (আম)।কুড়িগ্রাম-৩ আসন (উলিপুর) থেকে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এরা হলেন- জাতীয় পার্টির এমপি ডা: আক্কাস আলী সরকার (লাঙ্গল), আওয়ামীলীগের এম.এ মতিন (নৌকা), বিএনপি’র তাসভিরুল ইসলাম (ধানেরশীষ), জাতীয়পর্টি-জেপি’র মঞ্জুরুল হক (বাই-সাইকেল), বাসদ’র সাঈদ আকতার আমীন (মই), কৃষকশ্রমিক জনতালীগ’র হাবিবুর রহমান (গামছা), ইসলামী আন্দোলনের গোলাম মোস্তফা মিঞা (হাতপাখা) ও সিপিবি’র দেলোয়ার হোসেন (কাস্তে)।কুড়িগ্রাম-৪ আসন (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) থেকে থেকে ১৩জন
প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন-আওয়ামীলীগের মো: জাকির হোসেন(নৌকা), বিএনপি’র আজিজুর রহমান (ধানেরশীষ), জাতীয় পার্টির আশরাফ-উদ-দৌলা (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী গোলাম হাবিব (সিংহ), ইসলামী আন্দোলনের আনছার উদ্দিন (হাতপাখা), বাসদের আবুল বাশার মঞ্জু (মই), স্বতন্ত্র প্রার্থী ইমানআলী (ডাব), স্বতন্ত্র প্রার্থী ইউনুছ আলী (কুড়াল), বিপ্লবী ওয়ার্কাস পাটির মহী উদ্দিন আহমেদ (কোদাল), গণতন্ত্রী পার্টির আব্দুস সালাম কালাম (কবুতর),জাকের পাটির শাহ আলম র্(গোলাপফুল) ও গণফোরামের মাহফুজার রহমান (উদীয়মানসূর্য)।


প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানাপারভীন প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে নির্বাচনী প্রচারণা চালানোর আহবান জানান।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –