• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কুড়িগ্রামে ৮০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০  

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী অভিযানে ৮০ বোতল ফেনসিডিলসহ আব্দুর রাজ্জাক(২৪) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ১২ টার দিকে উপজেলার পৌর শহরের বলদীটারী এলাকার বেলাল হোসেনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে নাগেশ্বরী পৌরসভার কামার পাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১২ টার দিকে পৌর শহরের বলদীটারী এলাকার বেলাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫ জন পালিয়ে গেলেও আটক হয় আব্দুর রাজ্জাক। এ সময় ট্রাভেল ব্যাগে রাখা ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

এ ঘটনায় আব্দুর রাজ্জাকসহ পলাতক ৫ জনের নামে মামলা হয়েছে। পলাতক আসামিরা হলেন, নাগেশ্বরী পৌরসভার বলদিটারী এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে বেলাল হোসেন (৪০), দেলোয়ার হোসেন (৩৫), মিন্টু মিয়া (৩২), বিদ্যুৎপাড়া এলাকার মাখরার ছেলে রুবেল মিয়া এবং ছিলাখানা ধনীরপাড় এলাকার হারুন অর-রশিদ।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধৃত আব্দুর রাজ্জাকসহ পলাতক অপর ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –