• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ক্ষমতা ছাড়তে চান নেপালের প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০  

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সরকার ভেঙ্গে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। রবিবার সকালে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন ওলি। এ সময় তিনি সরকার ভেঙে দেওয়ার প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী জানান, তার সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এ জন্য তিনি এ সরকার ভেঙ্গে দিতে চান। সরকার ভাঙ্গার এই প্রস্তাব প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারির কাছে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

শনিবার দলের শীর্ষ নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন ওলি। এর পর রবিবার সকালে মন্ত্রী পরিষদের জরুরি বৈঠক ডাকেন তিনি। সেখানে ওলি জানান, তার সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এ জন্য পার্লামেন্ট ভেঙ্গে দেওয়া প্রয়োজন। 
সংবিধান পরিষদীয় আইনের অধ্যাদেশের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর ওপর ক্রমাগত চাপ বাড়ছিল।

করোনাপরিস্থিতি, দেশের অর্থনীতিসহ বেশ কিছু ইস্যুতে বেশ কিছুদিন ধরেই অস্থির নেপালের রাজনীতি। বিরোধীদল গুলো বর্তমান পরিস্থিতি সামাল দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলে ক্রমাগত চাপ বাড়াচ্ছিল। এ ছাড়া সরকার দলের ভেতরেও ওলির ভূমিকা নিয়ে চাপা ক্ষোভ তৈরি হয়েছে। এ সব বিবেচনা করে প্রধানমন্ত্রী নিজেই সরকার ভাঙ্গার প্রস্তাব দিয়েছেন।

তবে, নেপালের সংবিধান বিষেশজ্ঞদের মতে, সরকার ভাঙ্গার প্রধানমন্ত্রীর প্রস্তাব অসাংবিধানিক। নেপালের সংবিধান অনুসারে সংখ্য়াগরিষ্ঠ সরকার প্রধানমন্ত্রী ভেঙ্গে দিতে পারে না।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –