• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

গাইবান্ধায় বন্যার্তদের পাশে শুভসংঘ

প্রকাশিত: ৪ জুলাই ২০২০  

গাইবান্ধায় বন্যার পানি ওঠা বাড়িঘর ছেড়ে ফুলছড়ির বালাসীঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রিত ৫০ পরিবারের মধ্যে শুকনো খাবার চিড়া, মুড়ি, চিনি, সাবান, ওয়াশিং পাউডার, ম্যাচ, মোমবাতি, খাবার স্যালাইন বিতরণ করেছে কালের কণ্ঠ শুভ সংঘের বন্ধুরা।

শুক্রবার বিকেলে জেলা শহর থেকে ৭ কি. মি. দূরে বাঁধে গত ১০ দিন ধরে আশ্রিত বানভাসিদের মধ্যে শুভসংঘের জেলা ও গাইবান্ধা সরকারি কলেজ শাখার বন্ধুরা যৌথভাবে এসব বিতরণ করেন। পরিবারের পক্ষে প্রতিনিধিরা এসব গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের সভাপতি কুদ্দুস আলম, শুভসংঘ জেলা কমিটির সহ সম্পাদক কামরুজ্জামান চান, সাংস্কৃতিক সম্পাদক লতা সরকার, সদস্য দেবী সাহা, সরকারি কলেজ কমিটির সভাপতি জুয়েল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল ইসলাম হাউলিদার, দপ্তর সম্পাদক নূর হাসান মন্ডল সাফি, সদস্য ফরিদুজ্জামান সাফি রেহেনা রিসাত, সামিউল ইসলাম, সাকিব, মিজানুর রহমান বিদ্যুৎ ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন প্রমুখ।
 
শুভসংঘের বন্ধুদের ধন্যবাদ জানিয়ে ভাসার পাড়ার গৃহবধূ আমেনা বেগম বলেন, বন্যার পানিত বাড়িঘর তামানে ডুবি গেচে। এটি আশ্রয় নেওয়ার পর থাক্যি এখন পর্যন্ত কাঁইয়ো  সাহায্য নিয়্যা আসে নাই। তোমরাই প্রত্থম অ্যালেন। আল্লাহ তোমারঘরের ভালো করব্যে।

রসুলপুরের করিম মিয়া বললেন, পেপারেত খালি তো খবর থাকে জানি। তামরা ফির মানসেক বিপদে সাহায্য করে এটা জানা আছিলো না। কালের কণ্ঠের ভালো হোক। 

ব্যবস্থাপনার দায়িত্বে থাকা জেলা কমিটির সাংস্কৃতিক সম্পাদক লতা সরকার বলেন, বাঁধে কম করে হলেও ২০০ পরিবার আশ্রয় নিয়েছেন। আমরা সবার কাছে পৌঁছাতে পারিনি। একেবারে সামর্থ্যহীনদের দিয়েছি। তবে যত তাড়াতাড়ি সম্ভব আরো সাহায্য করার চেষ্টা করব।

জেলা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের সভাপতি কুদ্দুস আলম বলেন, শুভসংঘের তরুণদের এই মানবিক দায়িত্ববোধ আমাকে মুগ্ধ করেছে। করোনার এই সময়ে ঝুঁকি নিয়েও তারা মানুষের পাশে দাঁড়িয়েছে, যা অন্যদের অনুপ্রেরণা যোগাবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –