• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

গুরুত্বপূর্ণ সেবার ৯০ ভাগ ডিজিটাল হবে- পলক

প্রকাশিত: ১০ জুলাই ২০২০  

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০২১ সালের মধ্যে আইটি ও আইটিইএস খাতে ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ৫০০ কোটি টাকা আয় হবে। তিনি বলেন, এই সময়ে ৯০ শতাংশ নাগরিককে ইন্টারনেটে সংযুক্ত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ সেবার ৯০ শতাংশই ডিজিটাল মাধ্যমে সরবরাহ করা হবে।

বুধবার আন্তর্জাতিক সংস্থা এশিয়ান প্রডাক্টিভিটি অর্গানাইজেশন (এপিও), জাপান হেডকোয়ার্টার্সের উদ্যোগে আয়োজিত ‘ফুড ফর নেশন’-এর অধীনে ডিজিটাল মার্কেটপ্লেস তৈরি এবং কভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশের উদ্যোগ বিষয়ে ভার্চুয়াল টক শোতে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

এর আগে এপিও মহাসচিব ড. এ কে পি মোস্তান বাংলাদেশের কভিড-১৯ মোকাবেলায় গৃহীত পদক্ষেপসমূহের বিষয়ে প্রতিমন্ত্রীর কাছে বিস্তারিত জানতে চান। 

কভিড-১৯ সময়ে জনগণের সচেতনতা ও সেবায় নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাস সময়ে আমরা অনেক শিক্ষা নিয়েছি। কভিড-পরিবর্তী সময়ের জন্য এরই মধ্যে একটি আইসিটি রোডম্যাপ তৈরি করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –