• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

গোপালগঞ্জের উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করার তাগিদ

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২০  

গোপালগঞ্জে এলজিইডি ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের চলমান  বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

এ সময় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ১৭টি ইউপি ও ২টি পৌরসভায় এলজিইডি ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পাকা রাস্তা, এইচবিবি রাস্তা, মাটির রাস্তা, ব্রিজ, কালভার্টের চলমান কাজ যথাসময়ে শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। 
শনিবার বিকেলে জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তাগিদ দেন। গোপালগঞ্জের ডিসির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিসি শাহিদা সুলতানা।


সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, একান্ত সচিব-১ তোফাজ্জল হোসেন মিয়া, এলজিইডির প্রধান প্রকৌশলী সুশংকর চন্দ্র আচার্য্য, অতিরিক্ত সচিব ড. কাদির আকবর উল হক, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আক্তার হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবু বকর সিদ্দিক, প্রকল্প পরিচালক দীপক অধিকারী, উপজেলা চেয়ারম্যান, ইউএনও-সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –