• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

চলতি মাসে ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছেঃ আবহাওয়া অফিস

প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৯  

চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মাহনাজ খান বলেন, নভেম্বরে বঙ্গোপসাগরে দুই-একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আরো বলা হয়, ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এসময় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

এদিকে, উত্তর আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় লঘুচাপের এলাকা আরো বাড়তে পারে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –